সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় সিলেটে ‘রেড জোন’ : অভিযানে ৯টি মামলা, জরিমানা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৪:১৪ পিএম

স্বাস্থ্যবিধি রক্ষায় ‘কঠোরভাবে’ মাঠে নেমেছে সিলেটে সিটি কর্পোরেশন। এরই প্রেক্ষিতে আজ (৯ জুন) নগরের রাস্তা, বিভিন্ন মার্কেট ও দোকানে চালিয়েছে সিসিক’র ভ্রাম্যমাণ আদালত অভিযান। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) মো. জসীম উদ্দিন। অভিযানকালে গাড়িচালক, পথচারী ও দোকানিদের স্বাস্থ্যবিধি অমান্য করায় অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে কয়েকটি দোকান ও মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। মো. জসীম উদ্দিন জানান, দুপুরে নগরের বন্দরবাজার, মহাজনপট্টি ও লালদিঘীরপারে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে চালানো হয়েছে অভিযান । এসময় দোকানে ক্রেতা-বিক্রেতাদের মাঝে শারীরিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক না পরাসহ সরকারি স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫টি দোকান, সিএনজি অটোরিকশাতে যাত্রী তোলার কারণে দুইজন চালক ও মাস্ক না পরায় একজন পথচারীকে পৃথক পৃথকভাবে জরিমানা করা হয় ২৩ হাজার টাকা। দায়ের করা হয়েছে ৯টি মামলাও। এছাড়াও বন্ধ করে দেয়া হয়েছে হকার মার্কেট পুরোটা। ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিন আশংকা ব্যক্ত করে বলেন, রোড জোন ঘোষাণর পরও রাস্তাঘাট ও দোকানগুলোতে ভয়াবহ অবস্থা সিলেটে। প্রতিটি খোলা দোকানে শারীরিক দূরত্বহীন ভিড় ক্রেতাদের। মাস্কবিহীন চলাফেরা রাস্তাঘাটে মানুষজন। যাত্রী তোলার ক্ষেত্রে সিএনজি অটোরিকশাগুলোতে স্বাস্থ্যবিধিমানা কেই পাত্তা যেন দিচ্ছে না। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন মেট্রোপলিটন পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন