শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জামিনে মিলিয়ন ডলার

বিবিসি নিউজ | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১২:০০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যায় অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ জামিন নিতে চাইলে তাকে এক মিলিয়ন মার্কিন ডলার গুনতে হবে। প্রায় ৯ মিনিট ধরে জর্জ ফ্লয়েডের ঘাড়ের উপর হাঁটু গেড়ে বসেছিলেন ৪৪ বছর বয়সী ডেরেক চাওভিন।
শ্বাসরোধে এবং মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। গত ২৫ মে জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক বিক্ষোভের জেরে আটক করা হয়েছে ডেরেক চাওভিনকে। বর্তমানে তিনি ওয়াক পার্ক হেইটস কারাগারে বন্দি আছেন।

সেখান থেকেই ভিডিও কনফারেন্সে তার শুনানি করেন বিচারক ডেনিস রেইলি। হেনেপিন কাউন্টির ওই বিচারক জানান, শর্ত মেনে জামিন চাইলে এক মিলিয়ন ডলার দিতে হবে। অন্যথায় এক দশমিক ২৫ মিলিয়ন ডলার গুনতে হবে চাওভিনকে।

শর্তগুলোর মধ্যে রয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসহযোগিতামূলক কোনো কাজ করা যাবে না। জর্জ ফ্লয়েডের পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগোযোগের চেষ্টা করা যাবে না। সেই সঙ্গে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র থাকলে তা জমা দিতে হবে। যে কোনো দেশের ভিসা কিংবা পাসপোর্টও রাখা যাবে না। আর তার ফলেই সাময়িক জামিন পাওয়া যাবে।
আসামি পক্ষের অ্যাটর্নি এরিক নেলসন এ ব্যাপারে কোনো দ্বিমত করেননি। চাওভিনের পরবর্তী শুনানি রয়েছে ২৯ জুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
লোকমান ১০ জুন, ২০২০, ৩:০৪ এএম says : 0
কিসের জামিন তাকে ফাঁসি দেয়া উচিত
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন