বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

কোমর ব্যথার নীরব কারণ লাম্বার স্পনডাইলোসিসথেসিস

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

আমাদের মেরুদ-ের কাশেরুকাগুলো একটি স্বাভাবিক অবস্থানে থাকে যখন এই অবস্থান থেকে একটি বা দুটি কাশেরুকা সরে যায় তখন এই অবস্থাকে স্পানডাইলোসিসথেসিস বলা হয়।
কোথায় বেশি হয়?
এটি সাধারণত আমাদের লাম্বার স্পাইন বা কোমরে বেশি হয়। এল-৫ এবং এল ৫-এস, লেভেলে বেশি দেখা যায়।
কাদের বেশি হয়?
এটি মহিলা ও পুরুষ উভয়েরই হতে পারে, তবে পুরুষের তুলনায় মহিলারা এই সমস্যায় বেশি ভুগে থাকেন।
কেন হয়?
লাম্বার স্পাইনের ক্ষয়জনিত কারণে এই কাশেরুকার স্থানচ্যুতি ঘটে।
আঘাতজনিত কারণ, যেমন-উপর থেকে পড়লে, পিছলা খেয়ে পড়লে, ভারী কিছু উঠাতে গেলে ইত্যাদি
কারো কারো ক্ষেত্রে জন্মগত মেরুদ-ের ত্রুটি থেকে হতে পারে।
তাছাড়া বিভিন্ন প্যাথলজিক্যাল রোগ যেমনÑআর্থাওপোরোসিস, ক্যানসার ইত্যাদি
উপসর্গ ঃ
কোমর ব্যথা
ব্যথা কোমর থেকে পায়ের দিকে যায়।
পায়ে ঝিন ঝিন বা অবশ অবশ মনে হয়।
রোগী বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না বা বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন না।
বিশ্রামে বা বিছানায় শুয়ে থাকলে তেমন ব্যথা থাকে না কিন্তু দাঁড়িয়ে থাকলে বা হাঁটা চলা করলে ব্যথা বৃদ্ধি পায়।
পা দুর্বল হয়ে আসে, অনেকক্ষেত্রে পায়ের মাংসপেশী শুকিয়ে আসে।
কিছু কিছু রোগীর ক্ষেত্রে প্র¯্রাব ও পায়খানায় কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকে না, ইত্যাদি
রোগ নির্ণয় ঃ
রোগ নির্ণয়ের ক্ষেত্রে রোগীর ইতিহাস ও শারীরিক পর্যবেক্ষণ এর পাশাপাশি আক্রান্ত ব্যক্তির লাম্বো-সেকরাল স্পাইনের এক্সরে করলে রোগ নির্ণয় করা যায়।
চিকিৎসা ঃ
এই রোগটিকে তিন ভাগে ভাগ করা হয় গ্রেড-ও, গ্রেড-ওও এবং গ্রেড-ওওও প্রথম দুটি গ্রেডের ক্ষেত্রে ঔষধের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রাম ও সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব কিন্তু গ্রেড-ওওও এর ক্ষেত্রে সার্জিক্যাল চিকিৎসার প্রয়োজন পড়ে।
চিকিৎসা পরবর্তী সতর্কতা :
চিকিৎসা পরবর্তী কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমনÑ
১। সামনের দিকে ঝুঁকে ভারী কাজ করবেন না।
২। ভারী জিনিস উঠাবেন না।
৩। শক্ত বিছানায় শোবেন।
৪। হাঁটা চলা বা চলাফেরায় ও ভ্রমণের সময় খধসনবৎ ঈড়ৎংবঃ/লাম্বার করসেট ব্যবহার করবেন।
৫। সিঁড়ি দিয়ে উঠানামা কম করবেন।
৬। নামাজÑ চেয়ার টেবিলে বসে পড়বেন।
৭। চিকিৎসক কর্তৃক নির্দেশিত ব্যায়াম করবেন।
ষ ডা. এম. ইয়াছিন আলী
চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট,
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসাপাতাল
বাড়ি নং-১২/১, রোড নং-৪/এ
ধানমন্ডি, ঢাকা।
মোবাইল : ০১৭৮৭-১০৬৭০২

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন