কুড়িগ্রামের ফুলবাড়ীতে নির্মাণাধীন সেফটি ট্যাংকে জমে থাকা পানির বিষক্রিয়ায় শ্রমিকসহ ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গংগাহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকরা হলেন- উপজেলার অনন্তপুর বালাবাড়ী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে নির্মাণ শ্রমিক আল-আমিন (২৫) ও আজোয়াটারী গ্রামের সাহেব আলীর ছেলে সুজন মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল গংগারহাট বাজার সংলগ্ন নির্মানাধীন কক্ষের ভেতর ২০ ফিট গভীর ল্যাট্রিনের সেফটি ট্যাংক তৈরি করেন। ওই ট্যাংকের ভেতর নির্মাণ সামগ্রী সরানোর জন্য শ্রমিক আল-আমিন ভেতরে প্রবেশ করে। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন আল-আমিন। তাকে উদ্ধার করতে সুজন নামলে সেও জ্ঞান হারিয়ে পানিতে নিখোঁজ হন। এ খবর দ্রæত ছড়িয়ে পরলে স্থানীয়রা ফুলবাড়ী থানা পুলিশ ও পাশের নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করেন। পরে পুলিশভ্যান ও অ্যাম্বুলেন্স যোগে দ্রæত ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম তাদেরকে মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমন মিয়া জানান, প্রায় আধা ঘন্টার অভিযানে ২০ ফুট গভীর সেফটি ট্যাংক থেকে আমরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নবিউল হাসান জানান, সেফটি ট্যাংকে পড়ে মৃত ২ যুবকের ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন