ময়মনসিংহের পিসিআর ল্যাবে শুক্রবার নমুনা পরিক্ষার পর ফুলপুর উপজেলায় রোগীর সংস্পর্শে আসাসহ ৬ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।
তারা হলেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের মাঠ সহকারী মাহবুবুর রহমান, ফুলপুর ফায়ার সার্ভিসের সদস্য শফিকুল ইসলাম, কামরুজ্জামান, জামিরুল ইসলাম, ইয়ামিউল এবং সাহাপাড়া গ্রামের কানু রঞ্জন সাহা।
এই ৬ জনকে নিয়ে ফুলপুর উপজেলায় মোট ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমাঝে সুস্থ হয়েছেন ১৬ জন।মৃত্যু হয়েছে একজনের।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে কাজ করে যাচ্ছি। কাজ করার সময় উক্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে অবস্থিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার (১২ জুন) নমুনা পরীক্ষার পর উক্ত ব্যক্তিদের করোনা ভাইরাস পজেটিভ পায় ময়মনসিংহ মেডিকেল কলেজে অবস্থিত করোনা শনাক্ত করণের পিসিআর ল্যাব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন