প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে ও মামলা থেকে অব্যহতি দেয়ার দাবিতে বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল রোববার সকালে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আধাঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারন সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস প্রমূখ। বক্তারা সাংবাদিক এবিএম মিজানুর রহমানকে হয়রানির উদ্দেশ্যে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ ও অবিলম্বে মামলা থেকে অব্যহতি দেয়ার দাবি জানান।
মন্তব্য করুন