শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সন্ত্রাসবাদ প্রতিরোধে আলিমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত মাদরাসার সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় ‘সন্ত্রাসবাদ প্রতিরোধে আলিমদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভাটি আগামী ২৭ জুলাই, ২০১৬, বুধবার, সকাল ১১:৩০ মিনিটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, খামারবাড়ী রোড়, ফার্মগেইট, ঢাকা-এ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। মুখ্য আলোচক হিসেবে থাকবেন প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. সোহরাব হোসাইন, সচিব, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রফেসর ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ) ভাইস-চ্যান্সেলর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
আলোচনা সভায় অংশগ্রহণের জন্য ইসরামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল ফাযিল ও কামিল মাদরাসার অধ্যক্ষগণকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
-প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন