শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

উন্নয়ন ব্যাহত করতে বিএনপি-জামায়াত জঙ্গি হামলা করছে : যুবলীগ

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ বলেছেন, আধুনিক বাংলাদেশের অপর নাম রাষ্ট্রনায়ক শেখ হাসিনাশেখ হাসিনার এই উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার লক্ষ্যে জামায়াত-বিএনপি আইএসের নামে দেশে জঙ্গি হামলা, গুপ্তহত্যা ও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার যে স্বপ্ন দেখছে, যুবলীগের নেতাকর্মীদের একবিন্দু রক্ত থাকতেও বাংলার মাটিতে কোনো দিনও তা বাস্তবায়ন হতে দিবে না। তিনি গুপ্তহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আগামী ৩০ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে যুব সমাবেশ সফল করতে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের নেতাকর্মীদের আহŸান জানিয়েছেন। তিনি অসুস্থ যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর শারীরিক সুস্থতা কামনা করেন। কল্যাণপুরে জঙ্গি হত্যার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিনন্দন জানান তিনি।
গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর যুবলীগ উত্তর শাখার বিশেষ বর্ধিত সভায় তিনি এ আহŸান জানান। যুবলীগ উত্তরের উদ্যোগে আগামী ৩০ জুলাই গুপ্তহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে যুব সমাবেশ সফল করার লক্ষ্যে এ বিশেষ বর্ধিত সভা করা হয় ফার্মগেটের খামারবাড়ী তুলা উন্নয়ন বোর্ড অডিটোরিয়ামে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত ছিলেন না। ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন-সম্পাদক মÐলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম, মহানগর উত্তর সহসভাপতি জাফর ইকবাল, জলিলুর রহমান, মজিবর রহমান, সাবুল বাশার, যুগ্ম-সম্পাদক তাসভীরুল হক, শিকদার হাসান সোবাহান, হারুন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহমেদ, সিদ্দিক বিশ্বাস, শাহাদাত হোসেন, সিবলী সাদিক, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর এএইচএম কামরুজ্জামান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন