শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শাজাহানপুর উপজেলা প্রকৌশলীর কক্ষে তালা পুলিশি হস্তক্ষেপে মুক্ত হলেন শাহিনুজ্জামান

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়া শাজাহানপুর উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান অরুণের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অসদাচারণের অভিযোগ উঠেছে। একপর্যায়ে অভিযোগকারীরা গতকাল মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে কক্ষে তালা ঝুলিয়ে উপজেলা প্রকৌশলীকে ১ ঘণ্টা যাবৎ অবরুদ্ধ করে রাখে। সংবাদ পেয়ে শাজাহানপুর থানার এএসআই ইবনে তাহের তালা খুলে তাকে মুক্ত করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান বিভিন্ন উন্নয়ন কাজের ফাইল স্বাক্ষর করতে নির্দিষ্ট অংকের উৎকোচ নিতেন। চাহিদামতো উৎকোচ না পেলে স্থানীয় জনপ্রতিনিধি, ঠিকাদার ও প্রকল্প চেয়ারম্যানদের সাথে অশালীন আচরণ করেন। এ মর্মে গত ডিসেম্বরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। গতবছর ২১ ডিসেম্বর উপজেলা পরিষদের সাধারণ সভায় উক্ত অভিযোগটি উত্থাপিত হয় এবং সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই সভায় অনতিবিলম্বে উপজেলা প্রকৌশলীর বদলির দাবি জানানো হয়। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহল তদন্ত শুরু করেন এবং তদন্তে তার কোনো ক্ষতি না হয় তার জন্য বিভিন্ন মহলে তদবির করে বলে ঠিকাদারগণ সাংবাদিকদের জানান। এছাড়া উপজেলা প্রকৌশলীর ঘুষ, দুর্নীতির কথা উল্লেখ করে জরুরি ভিত্তিতে তার বদলির দাবি জানিয়ে গত ২১ জুলাই উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন ৮টি ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি। ওই অভিযোগটি তদন্তের অপেক্ষায় বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে রয়েছে। নাম না প্রকাশে একজন ঠিকাদার জানান, রাস্তা পাকা করণের বেলায় তিনি কাটিংগে বালু ভরাট, সাববেসসহ বিভিন্নভাবে উৎকোচ দাবি করেন। না দিলে বিভিন্নভাবে হয়রানি করেন। অপরদিকে, অনিয়ম, দুর্নীতি ও অশালীন আচরণের অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান অরুণ জানিয়েছেন, কঠোর নজরদারির কারণে নি¤œমানের কাজ করে সরকারি টাকা আত্মসাত করতে না পারায় ওই অসাধু মহলটি একের পর এক অভিযোগ করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন