শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা চিকিৎসায় অনীহা ১০ চিকিৎসককে অব্যাহতি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনা রোগীদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করায় চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত ১০ জন চিকিৎসককে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে একজন স্টোর কিপারকেও চাকরিচ্যুত করা হয়। গতকাল মঙ্গলবার করপোরেশনের সচিব তাদের চাকরি থেকে অব্যাহতির আদেশে স্বাক্ষর করেন।

তারা নগরীর আগ্রাবাদে চসিক পরিচালিত আইসোলেশন সেন্টারে কাজে যোগ দিতে অনীহা প্রকাশ করেন। অব্যাহতি পাওয়া চিকিৎসকেরা হলেন- সিদ্ধার্থ শংকর দেবনাথ, ফরিদুল আলম, আবদুল মজিদ সিকদার, সেলিনা আক্তার, বিজয় তালুকদার, মোহন দাশ, ইফতেখারুল ইসলাম, স›দ্বীপন রুদ্র, হিমেল আচার্য্য ও প্রসেনজিৎ মিত্র। এছাড়া স্টোর কিপার মহসিন কবিরকেও অব্যাহতি দেওয়া হয়েছে। চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী বলেন, করোনা চিকিৎসার জন্য আইসোলেশন সেন্টার চালু করা হয়। সেখানে যারা কাজ করবেন তাদের নানা সুযোগ সুবিধা দেওয়ার কথাও বলা হয়। এরপরও তারা কাজে যোগ দেবেন না বলে জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন