শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

আমিরাতে মধ্যাহ্ন বিরতিতে শ্রমিকদের দিয়ে কাজ করালে জরিমানা

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৪:০৭ পিএম

প্রচন্ড তাপদাহের কারণে শ্রমিকদের জন্য গত সোমবার থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের গ্রীষ্মকালীন মধ্যাহ্ন কর্মবিরতি আইন করেছে আমিরাত সরকার। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, এ তিন মাস প্রতিদিন আমিরাতের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাইরে কোন কাজ করা যাবে না। বিশেষ করে নির্মাণ শ্রমিক বা অফিসের বাইরে কাজ করার ব্যাপারে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পাশাপাশি গ্রীষ্মকালীন মধ্যাহ্ন কর্মবিরতির কারণে শ্রমিকদের কর্মঘণ্টা কমে এলেও বেতন কাটা যাবে না। বরং পূর্ব নির্ধারিত মাসিক বেতনই সম্পূর্ণ পরিশোধ করতে হবে। এ আইন অমান্য করে নিষেধাজ্ঞার নির্ধারিত ওই সময়ের মধ্যে কোন শ্রমিককে দিয়ে কাজ করালে আর তা হাতেনাতে ধরতে পারলে ওই কোম্পানি বা প্রতিষ্ঠানকে গুণতে মোটা অংকের জরিমানা।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি জুন মাস থেকে আরব আমিরাতে ৪০ থেকে ৪৮/৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে। ফলে প্রচ- তাপদাহের কারণে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি হতে পারে, এ আশঙ্কা থেকে শ্রমিকদের নিরাপত্তায় এ আইন কার্যকর করা হয়েছে বলে জানায় দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। অপরদিকে প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে জনসাধারণকে গণজমায়েত বা ভিড় এড়িয়ে কাজ করার পরামর্শ দেয়ার পাশাপাশি সচেতন থাকতেও বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন