কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম শান্ত নামে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন। আজ বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শহীদপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইফুল যাত্রীবাহী বাসের হেল্পার ও ঢাকার সাভারের কাতলাপুর এলাকার আবদুস সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ওঠে যায়। এসময় পেছন থেকে চাঁদনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়।
এতে কাভার্ড ভ্যানের পাশে থাকা এর হেল্পার সাইফুল ইসলাম শান্ত (৩৪) ঘটনাস্থলে নিহত হন। এ সময় ওই বাসের ৬/৭ জন যাত্রী আহত হয়েছে।
হাইওয়ে পুলিশের মিয়াবাজার ফাঁড়ির এএসআই আনোয়ার জানান, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান ও বাস হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন