বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গণস্বাস্থ্যের কিট নিয়ে বিএসএমএমইউ এর প্রতিবেদনে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ৯:২৮ এএম

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট (র‌্যাপিড ডট ব্লট) কার্যকর নয় বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ফেইসবুকে এই প্রতিবেদন নিয়ে নানা প্রশ্ন তুলে ক্ষোভ জানিয়েছেন নেটিজেনরা।

বুধবার (১৭ জুন) দুপুরে বিএসএমএমইউ-এর মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া ওই প্রতিবেদনের কথা জানান। তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট (র‌্যাপিড ডট ব্লট) কার্যকর নয়। এই কিট মাত্র ১১ থেকে ৪০ শতাংশ রোগীর রোগ শনাক্ত করতে সক্ষম। তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এই কিট সহায়তা করতে পারে।

ফেইসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল লিখেছেন, ‘‘গণস্বাস্থ্যের কিট নাকি করোনা শনাক্তে কার্যকর নয়! বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া আজ জানিয়েছেন এটি। প্রশ্ন হচ্ছে ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর করোনা সনাক্তকরন ও পরে তা নেগেটিভ হওয়ার সময় - দুবারই গণস্বাস্থ্যের কিট কিভাবে সঠিক প্রমাণিত হয়েছিল? আপনারা কেউ কি বিশ্বাস করেন এটি কার্যকর নয়? যদি না করেন আমাদের প্রশ্ন তোলার অধিকার আছে মানুষের জীবন নিয়ে কেন এসব ছিনিমিনি খেলা?’’

মঞ্জুরুল ইসলাম লিখেছেন, ‘‘এর থেকে বোঝা গেল বাংলাদেশে নিরপেক্ষ কোন সেক্টর নেই। অন্যান্য দেশ তারা কিন্তু এই কিট দিয়েই পরীক্ষা চালিয়ে যাচ্ছে। অন্যান্য দেশ অনুমতির জন্য তিন বছরের যে পরীক্ষা দরকার হয়, সেটা তিনদিনই পারমিশন দিয়ে দিয়েছে। আমরা দুর্নীতিতে জর্জরিত। বহির্বিশ্বেও আমরা দুর্নীতির নাম কামাচ্ছি।’’

এসকে শাকিব ইসলাম লিখেছেন, ‘‘গণস্বাস্থ্যের কিট যে অকার্যকর ঘোষণা আসবে তা সবারই জানা। কারণ এই কীট পরীক্ষার ফলাফল চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে হয় নাই, হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমে।’’

সম্পদ বড়ুয়া লিখেছেন, ‘গণস্বাস্ব্যের কিট সঠিক নয়’ এই বক্তব্য আবার পরীক্ষা করে দেখা উচিত! কারণ এদেশে ৫ হাজার দিলেই করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়!’’

আমিন সজিব লিখেছেন, ‘‘আজ স্বাস্থ্য খাতের যে বেহাল দশা যেটা জাতি হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছে। আজ উনারা এতো দিন এই কিট নিয়ে তালবাহানা করে এখন বলছে এই কিটে করোনা টেষ্ট সম্ভব নয়।’’

মামুন প্রশ্ন তুলেছেন, ‘‘অকার্যকর হলে কিভাবে ডাঃ জাফর উল্যাহ, প্রফেসর জমির উদ্দিন ও তাদের পরিবার গণস্বাস্থ্যকেন্দ্রের কীট দিয়ে করোনা সনাক্ত হয়েছিল, তারপর আরটিপিসিআরেও একই রেজাল্ট এসেছিল।’’

শাহিন লিখেছেন, ‘‘গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়, নাকি যেই যন্ত্র দিয়ে কিট টেস্ট করেছে সেই যন্ত্র অকার্যকর? সরকারি যন্ত্রপাতির কী বেহাল দশা সেটা তো সবাই জানে!’’

খন্দকার তালহা লিখেছেন, ‘‘তা তো হবেই, সেম কিট ভারতীয় দাদারা বানালে সেটার কার্যকারীতা হতো ১০১%, তারপর সেই কিট আমদানি হত, কয়েকশত কোটি টাকার চুরি বাণিজ্যও হয়ে যেত সেই সাথে...।এইসব চুলনীতি দেশের পাব্লিক ভালো করেই বুঝে।’’

কামাল হোসাইন খান লিখেছেন, ‘‘জনাব জাফরউল্লাহ স্যার একজন ভিন্ন মতাবলম্বী মানুষ, উনি দেশের প্রতিটা মানুষ নিয়ে ভাবেন। তার মানে এই নয় গনস্বাস্থের উদ্ভাবিত কিটস্ অকার্যকর বা অনুমোদন দোওয়া যাবেনা। এই কিটস্ দিয়ে বাংলাদেশের গরীব মানুষগুলো কম খরচে টেষ্ট করাতে পারত, সবকিছুকে রাজনৈতিক ভাবে নির্নয় করা ঠিক না।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
Ibrahim ১৮ জুন, ২০২০, ৯:৪৩ এএম says : 0
আমারও মনে হচ্ছে এটা রাষ্ট্রবিগগানের পরিক্ষায় ফেল করেছে। তারচেয়ে আমদানি কর বিদেশি ব্যাবরিত কিট বেশি ভালো
Total Reply(0)
মোহাম্মদ আইয়ুব আলী ১৮ জুন, ২০২০, ৯:৫৬ এএম says : 0
যত দিন দেশে সুচ থ রাজনীতি ফিরে আসবে না ততদিন দেশে শান্তি আসবেনা তাই আমাদের কে সতর্ক থাকতে হবে
Total Reply(0)
Abdus Sabur ১৮ জুন, ২০২০, ১২:০০ পিএম says : 0
Nai mamar cheye kana mama valo.
Total Reply(0)
Ataur ১৮ জুন, ২০২০, ১:১৭ পিএম says : 0
I hate the news
Total Reply(0)
Md. mahadi hasan momen ১৮ জুন, ২০২০, ৩:০৭ পিএম says : 0
Allah will destroy you all those who are playing with our life .. rubbish politics .....
Total Reply(0)
আপিল মিয়া ১৮ জুন, ২০২০, ৩:৫৫ পিএম says : 0
বাংলাদেশে এই রকম হওয়াই স্বাভাবিক। কে কার ভালো চায় বলুন? সবই তো মিথ্যার উপর দাঁড়িয়ে। উপরওয়ালা আমাদের সঠিক বুঝ দান করুক। পুনরায় পরীক্ষা করে দেখা যেতে পারে কার্যকারিতা।
Total Reply(0)
Abdul matin ১৮ জুন, ২০২০, ৫:৩৪ পিএম says : 0
40% karjokori hole kharap ki.onumoti dile kichuna onek upokar hobe.
Total Reply(0)
দ্বিজেন্দ্র কুমার দাস ১৮ জুন, ২০২০, ৬:৪০ পিএম says : 0
রানা প্লাজার কথা মনে আছে। ???????????????? স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন একদল বিএনপি সমর্থনকারী কলাম ঢেলা দিয়ে রানা প্লাজা ফেলে দিয়েছে। এখানে ও তাই হয়েছে।
Total Reply(0)
Mohammed Shah Alam Khan ১৮ জুন, ২০২০, ৯:২৪ পিএম says : 0
বিএসএমএমইউ-এর ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া গণস্বাস্থ কেন্দ্র উদ্ভাবিত কিট (র্যা পিড ডট ব্লট) কার্যকর নয় বলে এক প্রতিবেদনে বলেছেন। তিনি প্রতিবেদনে আরো বলেন, “এই কিট মাত্র ১১ থেকে ৪০ শতাংশ রোগীর রোগ শনাক্ত করতে সক্ষম। তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এই কিট সহায়তা করতে পারে।“ ওনার এসব কথা অবশ্যই সত্য কারন একটা যন্ত্রের যে ক্ষমতা সেটাই এখানে তিনি বলেছেন। তাছাড়া এখানে বুঝতে হবে সরকারের সাথে চিকিৎসক জাফরুল্লার সম্পর্ক খুবই নাজুক তাই এখানে সরকারকে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে। এখন গণস্বাস্থ কেন্দ্র উদ্ভাবিত কিট (র্যা পিড ডট ব্লট) নিয়ে তারা বিশ্বের যেকোন দরবারে এর মান নির্ণয় করার জন্যে যেতে পারে এতে কোন বাধা নেই। এরপর যদি বিশ্বের কোন সংস্থা গণস্বাস্থ কেন্দ্র উদ্ভাবিত কিট (রযার পিড ডট ব্লট) কার্যকর এবং ১১ থেকে ৪০ শতাংশের বেশী (৬০% থেকে ৯০%) রোগীর শনাক্ত সক্ষম বলে সনদ দেয় তাহলে অবশ্যই আমরা সরকারকে দোষারুপ করতে পারি। কিন্তু এরই মধ্যে আমাদের আইন বিভাগের জনৈক অধ্যাপক সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ফালতু কথা ফেসবুক কলামে লিখেছেন কারন তিনি একটু সুযোগ পেলেই সরকারকে একহাত দেখে নেন। তিনি একজন শিক্ষক নিজের শিক্ষকতায় তিনি বিফল হয়েছেন (তার লিখাতেই তিনি বলেছিলেন তার ছাত্ররা তার কথা শুনে না) এখন অন্যদের নিয়ে তিনি চর্চা করেন এটা কোন যোগ্যতা??? ইসলামে বলে যে যেই কাজে পারদর্শী তাঁকে সেই কাজই করতে হয় নয়ত সুবিধা করতে পারেনা। আমাদের এই আইনের অধ্যাপক নিজে আইন বিশেষজ্ঞ কিন্তু সেই যায়গায় তার কোন অবদান নেই। অপরদিকে তিনি আবার অন্যের ঘরে গিয়ে মাতবরি করে বেড়াচ্ছেন!!! গতকালকেই ইনকিলাবে আইনের উপর এবং বিচার বিভাগ নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে সেখানে আইনজীবীদের দুর্নীতি নিয়েও মন্তব্য করা হয়েছে। এসব দিকে এই অধ্যাপক সাহেবের কোন নজর নেই!!!! নিন্দুকেরা মনেকরে জনগণের স্বার্থে এই অধ্যাপক সাহেবকে গণমাধ্যমের বর্জন করা উচিৎ। এই সংবাদে আরো অনেকের ফেসবুক মন্তব্য তুলে ধরা হয়েছে সেখানেও সরকারের বিষদ্গার করা হয়েছে সেটা নিয়ে বিজ্ঞজনদের কোন অভিমত নেই কারন তারা মনেকরেন এসব তাদের নিজস্ব মন্তব্য। কিন্তু আইনের নামীদামী অধ্যাপক সাহেবের করা মন্তব্য অবশ্যই নজরে আনা এবং সেটাকে বিচার বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। কারন এনার কথা আবার প্রচুর লোকে মানেন এবং সেইভাবেই কাজ করেন। কাজেই এই নামীদামী লোকটার খারাপ দিকটা তুলে ধরলে অবশ্যই মানুষ তার কথা মানার আগে ভেবে নিবে। আল্লাহ্‌ আমাকে সহ সবাইকে যেন আমাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার ক্ষমতা দেন সাথে সাথে অন্যের বিষয়ে সাবধান থাকার ধৈর্য দান করেন। আমিন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন