শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

এলার্জির বিড়ম্বনা

ডা. একেএম মাহমুদুল হক খায়ের | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ১২:০৩ এএম

এলার্জি এক অসহনীয় রোগ। এটি কিছু কিছু ক্ষেত্রে জীবনকে করে তোলে দুর্বিষহ। আবার কখনো কখনো এটি সামাজিক সমস্যাও সৃষ্টি করে। যেমন, আপনি একটি অনুষ্ঠানে গেলেন, হঠাৎ করে শুরু হলো অসহ্য চুলকানি, সমস্যাটি তখন খুবই লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। আবার যদি হাঁচিসহ শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তখন তো মেডিকেল ইমার্জেন্সি, ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। অর্থাৎ এটি এক অসহ্য বিড়ম্বনা।

এলার্জি : বিশেষ কিছু পদার্থ যখন শরীরের সংস্পর্শে আসে, তখন শরীরে এক অস্বাভাবিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যেমন-চুলকানি, ত্বক ফুলে যাওয়া, হাঁচি, কাশি, ইত্যাদি
আর এই অস্বাভাবিক উপসর্গগুলোই হলো এলার্জি।
এলার্জির কারণ : এলার্জির সম্ভাব্য কিছু কারণ হলো ধূলাবালি, ফুলের রেনু, মাইট, খাদ্য, পশুপাখির লোম ও পাখনা, পোকা-মাকড়ের হুল ও কামড়। ক্যামিকেলস, ওষুধ, কসমেটিক্স এবং কন্টাক্ট এলার্জেন ইত্যাদি
এলার্জির জটিলতা : এলার্জির সু-চিকিৎসা না হলে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্ভাবনা থাকে। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে শ্বাসকষ্ট থেকে।
ল্যাব পরীক্ষা : এলার্জির সঠিক চিকিৎসার জন্য ল্যাব-পরীক্ষা অত্যাবশ্যক। যেমন-রক্ত, প্র¯্রাব ও মলের রুটিন পরীক্ষা, রক্তের সুগার, আইজিই, এন্টিবডি ইত্যাদি
এলার্জি প্রতিরোধ : এলার্জি প্রতিরোধের একমাত্র উপায় হলো কারণগুলো শনাক্ত করে তা এড়িয়ে চলা।
আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসা : রোগের ইতিহাস জেনে প্রকৃত কারণ শনাক্ত করে ভ্যাকসিনের মাধ্যমে
“ডিসেনসিটাইজেশন” করা। তবে তা প্রচলিত আধুনিক চিকিৎসার সাথে সমন্বয় করে করতে হবে।
উপসংহার : পূর্বে ধারণা ছিল এলার্জি হলে আর সারে না।
কিন্তু বর্তমানের আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসা সে ধারণাকে ভুল প্রমাণিত করেছে। তবে এলার্জির চিকিৎসা অবশ্যই একজন অভিজ্ঞ ত্বক ও এলার্জি বিশেষজ্ঞের মাধ্যমে নিতে হবে। তবেই হবে এলার্জির দুঃসহ যাতনা থেকে মুক্তি। মনে রাখতে হবেÑ হাতুড়ে ডাক্তারের খপ্পরে পড়ে ভুল চিকিৎসা দীর্ঘস্থায়ী জটিলতার সৃষ্টি করে মৃত্যুও ঘটাতে পারে।
ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন
সিনিয়র কনসালটেন্ট (এক্স), বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৬৮৮৮৪৯৪৬০।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন