রাজধানীর মতিঝিলে আরামবাগ স্পোর্টিং ক্লাবের ছাদ থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ১০টায় মতিঝিল থানা পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মতিঝিল থানার ওসি (অপারেশন) রফিকুল ইমলাম জানান, সকালে আরামবাগ ক্লাবের ছাদের অতিরিক্ত কক্ষের ওপর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, মৃতের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলের মাধ্যমে জানা গেছে তার নাম সাইফুল ইসলাম। স্ত্রীসহ তিনি সাভার থাকেন।
তবে বর্তমানে নগরীতেই কোথাও থেকে কাজ করতেন বলে জানিয়েছেন তার স্ত্রী। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় ওই ছাদে বসে নেশা করার সময় তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃতুর সঠিক কারণ জানা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন