নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. আবু সাইদ মিয়াকে গত ১৬ জুন চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিস থেকে নাটোরের লালপুর বিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের ভয়ে তিনি ভেঙে পড়েছেন। আপাতত ওই বদলীর আদেশ স্থগিতের জন্য তিনি নাটোর জেলা প্রশাসকের কাছে মানবিক আবেদন জানিয়েছেন। তিনি বলেন, আমি একজন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। গত বছর ১ অক্টোবর শেরকোল ইউনিয়ন ভূমি অফিস থেকে চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়।
চলতি মাসের ১৬ তারিখে আবার চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিস থেকে নাটোরের লালপুর বিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়েছে। দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়ায় চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. আবু সাইদ মিয়া তার স্ত্রী-সন্তানের কথা ভেবে আপাতত উক্ত বদলীর আদেশ স্থগিতের জন্য নাটোর জেলা প্রশাসক মহোদয়কে তিনি লিখিত অনুরোধ করেছেন বলে জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন