দীর্ঘ ৮৭ দিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে গতকাল শনিবার বিকাল ৩টা থেকে ভারতের পণ্যবাহী ট্রাক বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে। করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে ভোমরা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের শর্তানুযায়ী প্রতিদিন ভারত থেকে ৫০টি করে পণ্যবাহী ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করবে। তবে বাংলাদেশ থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করতে পারবে না। তিনি আরো জানান, ব্যবসায়ী ও শ্রমিকদের দিকে তাকিয়ে ভারতের এই শর্তে রাজি হয়ে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম শুরু করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন