আজ রবিবার বেলা ১১টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নান্দাস গ্রামের সীমা আক্তার (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী আব্দুল মান্নান পালাতক রয়েছে।
এলাকাবাসী জানায়, গতকাল শনিবার মান্নান তার স্ত্রীকে মারপিট করলে অভিমান করে সীমা প্রতিবেশীর বাড়িতে রাতে থাকে। সকালে সে স্বামীর বাড়িতে ফিরে আসলে স্বামী আবারো নির্যাতন চালায়। এক পর্যায়ে স্ত্রী সীমা গুরত্বর আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
স্থানীয় মোহাম্মদপুর ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন বলেন, আমি যেটুকু শুনিছে, সে স্বামীর ওপর অভিমান করে গ্যাসের বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলেহের জের ধরে সে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এটা হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন