চট্টগ্রাম ব্যুরো : নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর একটি দল। গতকাল (বুধবার) সকাল ১১টায় মোহরা সাকিনের পল্টন বাড়ির প্রবেশের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনÑ মো: সাজ্জাদুল ইসলাম (৩৪) ও মো: আলী (৩২)। সাজ্জাদ সীতাকু- উপজেলার আয়ুব আলী মিস্ত্রিবাড়ির মৃত আয়ুব আলীর ছেলে ও আলী কক্সবাজার জেলার বালুচরার মৃত নবী হোসেনের ছেলে বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ জানিয়েছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন