শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মতলবে করোনা উপসর্গ নিয়ে সরকারী কর্মচারীর মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ৪:০৮ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা হিসাবরক্ষণ অফিসের অফিস সহায়ক রেদওয়ানুল কবির (৩৬) করোনা উপসর্গ নিয়ে ২২ জুন সোমবার ভোরে মারা গেছে। তার বাড়ি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদুয়া গ্রামে। প্রশাসনের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক দলের সহায়তায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, রেদওয়ানুল কবির বেশ কয়েকদিন যাবত জ্বর,কাশি ও ঠান্ডায় ভোগছিলেন। রবিবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সোমবার( ২২ জুন)তার নমুনা পরীক্ষার কথা ছিল। কিন্তু এর আগে ভোর রাতে তার মৃত্যু হয়। এ সময় ঘরে তার স্ত্রী, শ্বশুর ও শ্বাশুরী ছিল।
মৃত্যুর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জানলে তিনি তাঁর প্রতিনিধি হিসেবে স্যানিটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলমকে ঘটনাস্থলে পাঠান। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় স্বাস্থ্য বিভাগ মৃতের নমুনা সংগ্রহ করেনি।
উপজেলা নির্বাহা অফিসার ফাহমিদা হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে। তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ ও বাড়িটি লকডাউন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন