মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২ নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে তারা। করোনা উপসর্গ থাকায় তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই মারা যায় তারা।
জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারীরা হলো, মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকার হামিদা বেগম (৫১) এবং অপরজন জেলার ঘিওর উপজেলার মৌহালি এলাকার মারতী সরকার (৪১)।
মারা যাওয়ার পর হামিদা এবং মারতী সরকারের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউশনে পাঠানো হয়েছে।
উল্লেখ্য করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ জেলায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ ছাড়াও জেলা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছে নারী পুরুষসহ আরও ৩৪ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন