শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ৪ ইউপিডিএফ নেতাকর্মী আটক

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের রসিদসহ পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র চার নেতাকর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
রাতভর অভিযান চালিয়ে বুধরাত ভোরে উপজেলা সদরের দুর্গম সমুরপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নির্মল চাকমা (১৮), শিমুল চাকমা (১৮), সুকুমার চাকমা (৪৫) ও সুমন চাকমা (২২)। এরা সকলেই ইউপিডিএফ’র নেতাকর্মী বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী সূত্র।
লক্ষ্মীছড়ি সেনা জোনের জেড.এস.ও ক্যাপ্টেন এসএম জাওয়াদ মাশকুর নাঈম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোনের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল নুরুল আমিনের নেতৃত্বে মঙ্গলবার রাত ১২টা থেকে অভিযান শুরু করা হয়।
অভিযানের একপর্যায়ে ভোর রাতে বিদেশি ১টি অটোমেটিক এসএমজি, ৪ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগাজিন, চাঁদা আদায়ের রসিদ ও আদায়কৃত চাঁদার নগদ ৯ হাজার টাকাসহ তাদের আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী। পরে বুধবার বিকেলে আটককৃতদের লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়। এদিকে আটককৃতরা কেউই ইউপিডিএফ কর্মী নয় বলে দাবি করেছে সংগঠনটির শীর্ষ নেতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন