রাজশাহী ব্যুরো : দুই জেলার বাস শ্রমিক ও মালিকদের মধ্যে বিরোধের জেরে চলা রাজশাহীতে দু’দিনের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিক ইউনিয়ন। গতকাল বুধবার বিকেল থেকে রাজশাহীতে বাস চলাচল শুরু হয়েছে। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, গতকাল দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতা হওয়ায় বিকেল থেকে আবার বাস চলাচল শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে রাজশাহী থেকে দেশের সব জায়গায় বাস চলাচল বন্ধ কর দেয় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন। বুধবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট শুরু হয়। দুই জেলার বাস শ্রমিক ও মালিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে রাজশাহী থেকে সকাল পর্যন্ত কোনো রুটেই বাস ছেড়ে যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন