শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝিনাইদহে নাইটগার্ডকে বেঁধে রেখে ৭৬৩ বস্তা চাল লুট

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার নারায়ণপুর ত্রিমোহনী এলাকার একটি চাতালের গোডাউন থেকে দুর্বৃত্তরা ৭৬৩ বস্তা মিনিকেট চাল লুট করেছে। লুটকৃত চালের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। গতকাল বুধবার ভোরে সততা খাদ্য ভা-ার নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে এই চাল লুটের ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, চাল লুটের ঘটনা রহস্যজনক। সততা খাদ্য ভা-ারের মালিক আবুল কাসেম জানান, ভোর সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত তার গুদামের নাইটগার্ড শাহিনকে বেঁধে রেখে ট্রাকযোগে ৭৬৩ বস্তা চাল নিয়ে যায়। লুটকৃত চালের মধ্যে ৫০ কেজির বস্তা রয়েছে ৪১৫টি ও ২৫ কেজির বস্তা রয়েছে ৩৪৮টি। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, চাল লুট হয়নি। কে বা কারা চাতালের গোডাউন থেকে ট্রাক ভিড়িয়ে চাল নিয়ে গেছে। তিনি দাবি করেন, চাল ট্রাকে ওঠানোর সময় স্থানীয়দের অনেকেই দেখেছেন, কিন্তু কেউ প্রতিবাদ বা এগিয়ে আসেননি। তাছাড়া ঘটনার সময় চাতালের মিস্ত্রি শাহিন সেখানেই ঘুমিয়ে ছিল। তাই গোডাউন থেকে চাল নিয়ে যাওয়ার ঘটনাটি পুলিশের কাছে রহস্যজনক মনে হয়েছে। সততা খাদ্য ভা-ারের মালিক আবুল কাসেম জানান, তিনি মামলা করার জন্য এখন ঝিনাইদহ সদর থানায় যাচ্ছেন। উল্লেখ্য, এর আগে একই কায়দায় ঝিনাইদহের  শৈলকুপা শহরের হাজির মোড় থেকে দুর্বৃত্তরা বাসুদেব রায়ের চালের আড়ত থেকে ৩৬১ বস্তা, ভাটই বাজার ও ঝিনাইদহ শহরের সিটি মোড় থেকে ৬০০ বস্তা চাল লুট করলেও পুলিশ লুণ্ঠিত চাল উদ্ধার করতে পারেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন