শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিমান ও হেলিকপ্টারের ৭০ শতাংশ যন্ত্রাংশ তৈরি করছে ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ৯:১২ পিএম

ইরান বিমান ও হেলিকপ্টারের ৭০ শতাংশ যন্ত্রাংশ তৈরি করছে জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্র্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি সংসদে দেয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলেন, ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছরে আমাদের প্রচেষ্টায় বিমান ও হেলিকপ্টারের যন্ত্রাংশের ৭০ শতাংশই দেশে তৈরি করা সম্ভব হচ্ছে। -মেহের

তিনি বলেন, বিশ্বের খুব কম দেশই এ পর্যায়ে রয়েছে। ইরানের কাছে বর্তমানে নানা মডেলের বিমান ও হেলিকপ্টার রয়েছে এমন তথ্য দিয়ে তিনি আরও জানান, মহাকাশ গবেষণায় ইরান ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ ক্ষেত্রে ইরানের অবস্থা যুগোপযোগী। ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরান সব ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা চালিয়ে আসছে।

ইরানের সংসদে এমপি আবোলফজল তোরাব জানান যদিও তার দেশ হেলিকপ্টার ও উড়োজাহাজ এখনো পুরোপুরি উৎপাদনে যায়নি তবে এক্ষেত্রে যন্ত্রাংশ উৎপাদনে অনেকখানি এগিয়ে গেছে । এছাড়া হাতামি ক্ষেপণাস্ত্র , আধুনিক নৌযানসহ অন্যান্য সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র তৈরিতে ইরানের সফলতার ওপর পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন সংসদে জমা দেন। তিনি বলেন খুব কম দেশই এক্ষেত্রে ইরানের সমকক্ষ রয়েছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন