শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এডওয়ার্ড কলেজের ছাত্রকে কুপিয়ে আহতের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীকে দুর্বৃত্তরা  কুপিয়ে মারাত্মক আহত করার প্রতিবাদে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন সহপাঠী শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রায়  দেড় ঘণ্টাকাল এই অবরোধ কর্মসূচি চলে। এ সময় পাবনা-ঈশ্বরদী, রাজশাহী ও পাবনা শহরগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এডওয়ার্ড কলেজের সম্মান দর্শন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জীবন মাহমুদকে একা পেয়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন