বাড়িতে চিকিৎসা নিয়ে ১৪ দিনে করোনা থেকে মুক্ত হয়েছে সাড়ে ৩ বছরের শিশু মানিকগঞ্জের রেহান রহমান। গত বুধবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার ফলাফলে তার রিপোর্ট নেগেটিভ আসে। শিশু রেহান রহমান মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বাংঘড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। একমাত্র সন্তান করোনা থেকে মুক্ত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়েছেন রেহানের মা বাবা। সন্তান আক্রান্ত হওয়ার পর সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছিল তাদের। রেহানের মা মাহমুদা সুলতানা জানায়, রেহানের বাবা ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনে তাকে বাইরে থাকতে হয়। হঠাৎ একদিন জ্বর ও কাশি হয় রেহানের। ওষুধ খেয়ে সুস্থও হয়েছিল। কিন্তু তারপরও সিদ্ধান্ত নেন সবাই মিলে করোনা পরীক্ষা করাবে।
স্থানীয় উপ স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। ফলাফলে মা বাবার নেগেটিভ রিপোর্ট এলেও রেহানের করোনা পজিটিভ ধরা পড়ে। জন্মের পর থেকেই রেহানের হার্টের সমস্যা। ওষুধ খেতে হয়। এর মধ্যে করোনা ধরা পড়ায় মানসিকভাবে ভেঙে পড়ে রেহানের মা বাবা। তারপরও ধৈর্য আর মনোবল শক্ত করে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রেহানের চিকিৎসা শুরু হয় বাড়িতেই। রাতে রেহানকে একা খাটে ঘুমাতে হতো। মা বাবা ঘুমাতো ফ্লোরে। জেগে থাকলে নাকে গরম পানির ভাপ নিতে চাইতো না রেহান। তাই ঘুমানোর পর তাকে ভাপ দেয়া হতো। রেহান বাড়ির বাইরে বের হওয়ার জন্য বিশেষ করে নানা বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করতো। সব সময় মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে সন্তানের কাছে যেতো তারা।
তিনি আরও জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সব কিছু করেছি। আর আল্লাহকে ডেকেছি। তিনি মনে করে করোনায় শিশুরা আক্রান্ত হলে মা বাবাকে নিয়ম পালন করতে হবে বেশি। সাথে থাকতে হবে ধৈর্য আর মনোবল।
১৪ দিন পর ২০ জুন রেহানের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা করা হয়। ৪ দিন পর বুধবার সন্ধ্যায় তার রিপোর্ট নেগেটিভ আসে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন