টেকনাফ হোয়াইক্যং পাহাড়ে রোহিঙ্গা হাকিম ডাকাতের আস্তানায় পুলিশের অভিযানে ৪ ডাকাত নিহত হয়েছে বলে জানা গেছে। ২৬ জুন পুলিশ ওই আস্তানায় অভিযান চালালে হাকিম ডাকাতের ২ ভাই বশির ও হামিদসহ ৪ ডাকাত নিহত হয়।
নিহত অপর ২ জনের নাম রফিক ও রইঙ্গা। তবে এই অভিযানেও হাকিম ডাকাত পালিয়েগেছে বলে জানা গেছে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন