শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মানিকগ‌ঞ্জে ক‌রোনা উপসর্গ নি‌য়ে হাসপাতালে এসে একজ‌নের মৃত্যু

সাটুরিয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ৪:৫৭ পিএম

মানিকগঞ্জ জেলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এসে হারুন নামে ৬০ বছরের এক ব্যক্তি মারা গেছে।
মারা যাওয়া ব্য‌ক্তির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট এলাকায়। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা.আরশাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ রোববার সকাল ৮টার দিকে শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে জরুরি বিভাগের চিকিৎসক তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে। কিন্তু জরুরি বিভাগ থেকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার আগেই সে মারা যায়। মারা যাওয়া ব্য‌ক্তি করোনায় আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
অপর দি‌কে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ জন নার্স, ২ জন চিকিৎসক ও একজন সাংবাদিক রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৬৮ জনে। সুস্থ্য হয়েছেন ৪০২ জন
রবিবার (২৮ জুন) দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা এ তথ্যটি নিশ্চিত করে জানায় নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৭ জন, হরিরামপুরে ৩ জন, শিবালয়, সাটুরিয়া ও শিবালয় উপজেলায় ১ জন করে আক্রান্ত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন