শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাকডাঙ্গা সীমান্তে পৌনে তিন কোটি টাকার স্বর্ণ আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ১২:০০ এএম

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ আটক করেছে বিজিবি। গতকাল রোববার সকালে এই বিপুল পরিমাণ স্বর্ণ আটক হলেও কোনো চোরাকারবারীকে ধরতে পারেনি বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার কাকডাঙ্গা ক্যাম্পের হাবিলদার নূর আলমের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১৩/৩ এর কাছাকাছি অভিযান চালায়। এ সময় স্বর্ণ পাচারকারী তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ফেলে যাওয়া ব্যাগ থেকে ২৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৫৪০ গ্রাম। স্বর্ণের মুল্য ধরা হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন