শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লালপুরে মহানবী (সাঃ) কে নিয়ে ফেসবুকে কুটউক্তি মূলক পোষ্ট হিন্দু যুবক আটক!

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ২:৩৮ পিএম

নাটোরের লালপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুটউক্তি মুলক পোষ্ট করায় রতন (২২) নামের এক হিন্দু যুবক কে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রতন লালপুর উপজেলার দুয়ারিয়া ইউপির টিটিয়া গ্রামের হরিপদ সিং এর ছেলে। অভিযুক্ত রতনের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সোমবার (২৯জুন) সকালে রতনের নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে লালপুর থানার পুলিশ। লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রবিবার (২৮ জুন) রাতে তাকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী ।
লালপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে, রতন তার নিজের ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটউক্তি মূলক পোষ্ট করে । পরে এলাকাবাসী রতন কে আটক করে লালপুর থানা পুলিশে সর্পদ করেন।
এব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, ‘এলাকাবাসী রতন কে থানায় হস্তান্তর করেছে। পরে রতনের নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন