মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সখিপুরে কাজী,ব্যাংক নিরাপত্তা কর্মী,কলেজ শিক্ষক তিনজন করোনা পজিটিভ

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ৩:৩৫ পিএম

টাঙ্গাইলের সখিপুরে সোমবার(২৯জুন) কাজী,ব্যাংক নিরাপত্তা কর্মী,কলেজ শিক্ষক নতুন তিনজন করোনা পজিটিভ। এরা হলেন-সখিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম (কাজী বাদল) এর ছোট ভাই কাকড়াজান ইউনিয়নের ভারপ্রাপ্ত নিকাহ রেজিস্টার শহিদুল ইসলাম কাজী শহিদ(৪২),সোনালী ব্যাংক সখিপুর শাখার নিরাপত্তা কর্মী আনসার সদস্য মাহমুদুল হাসান(৫০),বোয়ালী ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম শাফি উরফে শরাফত মাষ্টার(৪৫)। এ নিয়ে সখিপুরে ২৩জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। দুইজন মারা গেছে। ৮জন সুস্থ হয়েছে। বাকীরা চিকিৎসাধীন আছে। সনাক্ত হওয়া নতুন তিনজন ২১জুন সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল। সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন,এ পর্যন্ত ৫২০জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে এবং ৪৯১জনের রিপোর্ট সখিপুর এসে পৌছেছে। সখিপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, নতুন সনাক্ত হওয়াদের সংস্পর্শে যারা এসছিল,তাদের তালিকা তৈরী করে লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন