গত দুদিনের প্রবল বৃষ্টিপাতে কেশবপুরের হরিহর নদ ও খোজাখালি খাল সংলগ্ন পৌরসভার ন্ম্নঞ্চাল প্লাবিত হয়ে রাস্তাঘাট তলিয়ে বহু বাড়িতে পানি ঢুকে পড়েছে।
আষাড়ের শুরু থেকে প্রবল বৃষ্টিপাত, অপরদিকে কেশবপুরের পানি নিষ্কাশনের একমাত্র পথ হরিহর নদে ক্রিচ বাঁধ দেয়ায় নদের পানি উপচে অতি দ্রুত লোকালয়ে ঢুকে পড়ছে।
এ এরির্পোট লেখার সময় কেশবপুর পৌরসভার ৭নং এবং১নং ওয়র্ডের শতাধিক বাড়তে পানি ঢুকে পড়েছে। কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল জানান, গত ১৫দিন তিনিসহ মধ্যকুল খাঁ পাড়ার ৫০ পনিবার পানি বন্ধী, ১নং ওয়ার্ডর উৎপল দে জানান, শহরের সাহাপাড়, খৃষ্টান মিশন পাড়াসহ ওয়ার্ডের নিম্ন অঞ্চলের প্রায় বাড়ি পানি বন্ধী হয়ে পড়েছে।
কেশবপুর পানিউন্নয়ন র্বোডের উপ-বিভিগীয় প্রকৌশলী মুন্সি আছাদুল্লাহ জানান, আগামী ২১জুলাই পর্যন্ত কেশবপুরের পানি নিষ্কাশন প্রকল্পের অধিন হরিহর নদ খনন কাজের মেয়াদ রয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত জনগনদের কষ্ট ভোগ করতে হবে। ২১ জুলাই এর পর হরিহর নদের ক্রচ ড্যাম উঠিেয় দিলে কেশবপুরের পানি সমস্যা সমাধান হয়ে যাবে।
ছবি- ইমেলে
রূহুল কুদ্দুস
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন