সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আজ বিশেষায়িত করোনা ইউনিটের উদ্বোধন

চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ১২:০০ এএম

চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীদের চিকিৎসায় বিশেষায়িত করোনা ইউনিট চালু হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ বুধবার এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সাথে তিনি নবনির্মিত হাসপাতাল ভবনও উদ্বোধন করবেন। করোনা দুর্যোগেও দেশের অর্থনীতির মূলচালিকা শক্তি চট্টগ্রাম বন্দর সচল রাখতে গিয়ে ইতোমধ্যে পাঁচ বন্দর কর্মকর্তা-কর্মচারী করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন শতাধিক। এই অবস্থায় কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা দিতে নতুন এই ইউনিট চালু করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম গতকাল ইনকিলাবকে বলেন, ৪০টি আইসোলেশন বেডসহ ৬০ শয্যার এ ইউনিট করোনা চিকিৎসা দেয়া হবে। এখানে থাকছে ৫০ জনের হাইফ্লো অক্সিজেন সুবিধা।

মেডিসিন বিশেষজ্ঞসহ ১৩ জন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, আয়াসহ মোট ১৫৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আইসিইউ সুবিধাও নিশ্চিত করা হবে। অর্থনীতির চাকা সচল রাখতে বন্দরের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন