শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেত্রকোনার কেন্দুয়ায় করোনা আক্রান্ত হয়ে ভুমি অফিসের অফিস সহকারীর মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ৮:৪২ পিএম

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ভূমি অফিসের অফিস সহকারী মোঃ গোলাম রাব্বানী বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
গোলাম রব্বানীর গ্রামের বাড়ী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের রামপুর গ্রামে। তার পিতার নাম মৃত কালাচান মিয়া।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গোলাম রব্বানীর কর্মস্থল কেন্দুয়া উপজেলা ভূমি অফিস হওয়ায় তিনি তার শ্বশুর বাড়ি মাস্কা ইউনিয়নের বালিজুরী গ্রামে থেকেই অফিস করতেন। অফিসে দায়িত্ব পালনকালে তিনি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হন। গত ২২ জুন গোলাম রব্বানীর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ ল্যাবে পাঠানো হলে ২৭ জুন তার করোনা পজেটিভ আসে। তারপর থেকেই তিনি শ্বশুরবাড়িতেই আইসোলেশনে ছিলে। বৃহস্পতিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইশ্বরগঞ্জ পৌঁছাতেই তিনি মারা যান।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে জানাযা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি বারহাট্টায় পাঠিয়ে দেয়া হয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন