স্টাফ রিপোর্টার : প্রাইম ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর ও বেতাগী সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. এম. আবুল হোসেন শিকদারের স্মরণে গতকাল শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বেতাগী উপজেলা কল্যাণ সমিতি, ঢাকাস্থ এক নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। প্রধান অতিথি ছিলেন সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি মোঃ নিজামুল হক নাছিম। বিশেষ অতিথি ছিলেন ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ, মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ, সেক্রেটারি ক্যাপ্টেন (অব.) শচীন কর্মকার, এনবিআর’র সাবেক চেয়ারম্যান ড. মোঃ আব্দুল মজিদ, সমিতির উপদেষ্টা গাজী আব্দুর রহমান, আবুল হাশেম, আব্দুস সামাদ, আব্দুস সালাম মিয়া, জেলা জজ আলতাফ হোসাইন, মরহুমের সহধর্মিনী ডা. ইশরাত জাহান। সমিতির সহ-সভাপতি এইচ.এম খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হেলাল মিয়া বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন মোঃ সেলিম মিয়া। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন