শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রূপগঞ্জে ফেন্সি ফরিদ বাহিনীর কাছে জিম্মি ৬ গ্রামের মানুষ

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব হাটিপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী ফরিদ ওরফে ফেন্সি ফরিদ ও তার বাহিনীর সদস্যদের কাছে জিম্মি হয়ে পড়েছে তারাব পৌরবাসী। এই কুখ্যাত সন্ত্রাসী ফেন্সি ফরিদ ও তার বাহিনীর সদস্যরা এখন তারাব বাজার, হাটিপাড়া, সুলতানবাগ, বিশ্বরোড, নোয়াপাড়া, টাটকীসহ পার্শ্ববর্তী এলাকার মূর্তিমান আতংক। অস্ত্র ও মাদক ব্যবসাসহ হেন অপকর্ম নেই যা কুখ্যাত সন্ত্রাসী ফেন্সি ফরিদ বাহিনী করছে না।
এলাকাবাসী জানায়, তারাব হাটিপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী ফেন্সি ফরিদ ও তার বাহিনীর সদস্য তারাব বাজার এলাকার মাদক সম্রাট বডি ফারুক, নোয়াপাড়ার ঠকপাড়া এলাকার মাদক সম্রাট কাবিল ওরফে ফেন্সি কাবিল, তারাব উত্তরপাড়ার মাদক ব্যবসায়ী রাসেল, জাহেদ, হাটিপাড়ার ইসমাইল, কালা মাহবুব, ওবায়দুল, গোলাম হোসেনসহ অন্যান্য সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তার করতে বেপরোয়া হয়ে একের পর এক তাÐব চালাচ্ছে। এ ছাড়া তারা এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানিসহ নানা অপকর্ম করলেও হামলা মামলার ভয়ে কেউ টু-শব্দটিও করার সাহস পাচ্ছে না। এ বাহিনীর সদস্যদের প্রত্যেকের হাতেই রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। এ সব অস্ত্র তারা বিভিন্ন সময়ে নানা অপকর্মে ব্যবহার করেছে বলে স্থানীয়রা জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, কুখ্যাত সন্ত্রাসী ফেন্সি ফরিদের মাদকের স্পটটি এখন নারায়ণগঞ্জ জেলার মধ্যে সব চাইতে বড় মাদকের স্পট। এ স্পটে কাউন্টার বসিয়ে নির্বিঘেœ ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও হিরোইনের ব্যবসা চলছে। ফেন্সি ফরিদ বাহিনী প্রকাশ্যে কাউন্টার বসিয়ে মাদক ব্যবসা ও হাটিপাড়া এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিলেও পুলিশ তাকে এখনো ধরতে পারেনি। এলাকাবাসী অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসী ফেন্সি ফরিদ ও তার বাহিনীর সদস্য বডি ফারুক, ফেন্সি কাবিল, রাসেল, জাহেদ, ওবায়দুল, গোলাম হোসেন, ইসমাইল, কালা মাহবুবসহ অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত ফরিদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি প্রশাসনকে ম্যানেজ করেই মাদক ব্যবসা করি, তাই পত্রিকায় যতই লেখালেখি করেন আপনারা আমার ও আমার লোকদের মাদক ব্যবসা বন্ধ করতে পারবেন না। তবে এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ইতোমধ্যে পুলিশ কয়েকবার অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফরিদের মাদকের স্পটে অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ফরিদের সহযোগী ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ফরিদকে গ্রেফতারের জন্য পুলিশ অব্যাহতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন