স্টাফ রিপোর্টার : দুর্গা পূজায় তিনদিনের ছুটি দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এছাড়া আরো ৩টি দাবি করেছে সরকারের নিকট। এসব দাবি এক মাসের মধ্যে মানা না হলে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় জোটটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের মুখপাত্র পলাশ কান্তি দে। তিনি বলেন, সরকার আগামী ৩০ আগস্টের মধ্যে আমাদের সাত দফা দাবি না মেনে নিলে সেপ্টেম্বর মাসে সারাদেশে বিক্ষোভ করবো আমরা।
তিনি বলেন, আমাদের উল্লেখযোগ্য দাবিসমূহ হলো যে সমস্ত হিন্দু নেতা, পুরোহিতদের বা মন্দিরে হুমকি দেয়া হয়েছে তাদের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। আসন্ন দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে। একটি সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়, দলের নির্বাহী সভাপতি সুকৃতি কুমার মÐল, সহ-সভাপতি ডিসি রায় প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন