সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দৈনিক ইনকিলাব ও সম্পাদকের উপর মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ৫:১৪ পিএম | আপডেট : ৮:৩৪ পিএম, ৮ জুলাই, ২০২০

দক্ষিণ এশিয়ার একমাত্র ইসলামি মূখপত্র দৈনিক ইনকিলাব ও সম্পাদক, মাদরাসা শিক্ষকদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদারেসিন’র সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ, অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে হযরত শাহজালাল লতিফিয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ফাউন্ডেশনের সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম’র সভাপতিত্বে এবং শামসুল ইসলাম সোহাগের পরিচালনায় গতকাল বুধবার বিকাল ৩টায় হবিগনজ রোডস্থ কার্যলয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী প্রচলিত শিক্ষব্যবস্থার সংস্কার, আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উন্নয়ন ও মাদরাসা শিক্ষার উন্নয়নে আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন পালন করেন আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা। কওমি মাদরাসার স্বীকৃতি ও মান প্রদান এবং ফাজিল-কামিলের মান প্রদানের মতো সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনে দৈনিক ইনকিলাব’র তাৎপর্যপূর্ণ ভূমিকা আজ সর্বমহলে প্রশংসিত হয়েছে। প্রতিটি আন্তর্জাতিক ইস্যুতে মুসলিম উম্মাহর পক্ষে আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন। দেশ ও জনগণের পক্ষে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বিপর্যস্থ দেশের জনগণকে উদ্ধার করার লক্ষ্যে জুলুমবাজদের সকল অন্যায়, অগণতান্ত্রিক ও মানবাধিকার পরিপন্থী কার্যক্রমের বিরুদ্ধে আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন সমস্বরে প্রতিবাদ জানান। তাই সরকারের কাছে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন, রাকিবুল ইসলাম সালেহ্, মেজাহের আহমদ, আবু সালেহ্ মুছা, আতাউর গণি খালেদ, জালাল উদ্দীন। উপস্থিত ছিলেন, মীর ফয়সল, নাজমুল ইসলাম, ইমন আমহমদ, রুহুল আমিন, আবুল কাশেম, আব্দুস ছত্তার, রায়হান আহমদ, শরীফ আহমদ খোকন, শাহদাত হোসাইন প্রমূখ। পরিশেষে ইনকিলাব সম্পাদকের সুস্থতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ মান্নান (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন