শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নজরদারিতে সাহেদ

যেকোনো সময় গ্রেফতার : র‌্যাব সহযোগী তারেকের রিমান্ড : বিচার চান স্ত্রীও

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা প্রতারণার অভিযোগে পলাতক রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদকে গ্রেফতার করতে র‌্যাবসহ একাধিক সংস্থা কাজ করছে। গতকাল পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তার দেশত্যাগের ব্যাপারে সতর্ক ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি।

এদিকে, সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে সাহেদ অপরাধ করলে বিচার হওয়া উচিত বলে মনে করেন তার স্ত্রী সাদিয়া আরবি রিম্মি।

নাম প্রকাশ না করার শর্তে একটি সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তা দৈনিক ইনাকিলাবকে জানান, র‌্যাবের অভিযানের সময় সাহেদ নিজেকে বাঁচাতে ও তার প্রতিষ্ঠান রিজেন্ট হাসপাতাল রক্ষায় বিভিন্ন সংস্থার কতিপয় প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতা ও সাংবাদিকের কাছে ফোন করে সাহায্য চেয়েছিলেন। এসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তের সাথে জড়িত কর্মকর্তারা। সাহেদের মোবাইল কললিস্টে র‌্যাবের অভিযানের আগে, ওই সময় এবং পরে যাদের সাথে কথা বলেছেন তা সংগ্রহ করেছে একটি সংস্থা। ওই সব ব্যক্তিদের সাথে সাহেদের কথোপকথন এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। সাহেদ যাদের সাথে কথা বলেছেন তাদের বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন। মানবাধিকার কর্মী এলিনা খান সাহেদকে ধরা যাচ্ছে না এটা বিশ্বাস করতে পারছেন না।

যেকোনো সময় গ্রেফতার
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেফতার করতে একাধিক টিম কাজ করছে। যেকোনো সময় তিনি গ্রেফতার হবেন। গতকাল বিকেলে র‌্যাবের মুখপাত্র ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আসিক বিল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সাহেদকে ধরতে ঢাকা এবং ঢাকার বাইরে র‌্যাবের বেশ কয়েকটি টিম কাজ করছে। এছাড়া সীমান্ত এলাকায় র‌্যাবের নজরদারি বাড়ানো হয়েছে। বাবার জানাজায় সাহেদ উপস্থিত হতে পারে এমন সম্ভাবনা থেকে সেখানে কোন নজরদারি বাড়ানো হবে কিনা জানতে চাইলে র‌্যাবের তিনি বলেন, সে আসবে কিনা জানি না। তবে গোয়েন্দা নজরদারি সেখানে আছে। সেই সঙ্গে জনগণ যদি এই ঘটনায় সম্পৃক্ত হয় তাহলে তাকে পাওয়া যাবে।

সাহেদের সহযোগী তারেক রিমান্ডে
সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাজধানীর নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। গতকাল তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক আলমগীর গাজী। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাহেদের অপরাধের বিচার চান স্ত্রীও
রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ অপরাধ করলে বিচার হওয়া উচিত বলে মনে করেন তার স্ত্রী সাদিয়া আরবি রিম্মি। র‌্যাবের অভিযানের পর ৭ জুলাই দুপুরে সর্বশেষ মোবাইল ফোনে সাহেদের সঙ্গে কথা হয় তার। সাহেদ নিরাপদে আছে বলে তাকে জানিয়েছেন। এরপর থেকে সাহেদের মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাচ্ছেন স্ত্রী রিম্মি। তিনি জানান, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে রাজধানীর ওল্ড ডিওএইচএস ৪ নম্বর সড়কের একটি বাড়িতে ভাড়া থাকেন সাহেদ। রিজেন্ট হাসপাতালে অভিযানের পর তিনি আর বাসায় যাননি বলে জানিয়েছেন স্ত্রী রিম্মি। তবে দুই মেয়েকে নিয়ে বাড়িতেই রয়েছেন সাহেদের স্ত্রী। রিম্মি বলেন, সাহেদ অপরাধ করলে তার বিচার হওয়া উচিত। সবাই যেমন তার বিচার চাচ্ছে, আমিও তার বিচার চাই। এত স্পর্শকাতর একটা বিষয় নিয়ে তারা কীভাবে এটা করলো! এটা সত্যিই যদি ঘটে থাকে, তাহলে তার বিচার হবে। পরিবারের পক্ষ থেকে আমাদের আর কিছু বলার নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
Wali Hussain ১১ জুলাই, ২০২০, ১:২০ এএম says : 0
এতদিন কোথায় ছিলেন ? তাহার স্ত্রী এর দায় কি এড়াতে পারবে ? নিজেকে বাঁচানোর কৌশল অবলম্বন এর সস্তা পথ মনে হচ্ছে।
Total Reply(0)
Jahangir Alam ১১ জুলাই, ২০২০, ১:২০ এএম says : 0
সাহেদ এর সাথে যারা জড়িত তাদের কে আইন আওতায় আনা হওক এবং রাজনৈতিক হস্তক্ষেপ যেন না হয় ঐ দিকে নজর রাখা উচিত।
Total Reply(0)
মোহাম্মদ মামুন ১১ জুলাই, ২০২০, ১:২১ এএম says : 0
এরকম প্রলাপ জাতি সম্রাটের স্ত্রীর কাছ থেকেও শুনেছে! এগুলো তারা এবং তাদের নিয়ন্ত্রণে থাকা অবৈধ সম্পত্তি ও নগদ অর্থ বাঁচানোর কৌশল!!
Total Reply(0)
Hasan Al Rakib II ১১ জুলাই, ২০২০, ১:২১ এএম says : 0
জামাই চিপায় পড়ছে এখন পলাইবা এটাই স্বাভাবিক এতদিন সুবিধা ভোগ করছো, জামাই এর বিরুদ্ধে অভিযোগ ও করো নাই
Total Reply(0)
Saidul Hasan ১১ জুলাই, ২০২০, ১:২২ এএম says : 0
সাহেদ সাহেবের স্ত্রী খুব ভাল কথা বলেছেন। তবে নিম্মি ম্যাডামের নামে কোথায় কি কি আছে তা তদন্ত করা হউক। ধরা পড়লে প্রথম প্রথম সবাই এমন বলে। সাধু সাবধান।
Total Reply(0)
Maksuder Rahman Masud ১১ জুলাই, ২০২০, ১:২২ এএম says : 0
ওরে কুলাংগার কার জন্য এত চুরি করলি এখন দুনিয়ায়াতে তোর পাপের বোঝা তোর বউ নিতে চায় না আখেরাতের কি হবে একটু ভেবে দেখিস।
Total Reply(0)
Mahin Pradhan ১১ জুলাই, ২০২০, ১:২৩ এএম says : 0
এই মিডিয়াতে অনেক টকশোতে বড় বড় কথা বলেছে শাহেদ আর সব মিডিয়া ওলারা উনাকে আমন্ত্রণ জানাইতো মিডিয়া পারেনি উনার দুনীতি ধরতে RAB এর একজন সাহসী ভালো অফিসার ধরেছে
Total Reply(0)
মাহাবুব ১১ জুলাই, ২০২০, ৮:৩৯ এএম says : 0
আজ র‌্যব বিজিপি পুলিশ সাহেদ কে খোঁজতেছে, সাহেদ অনিয়মগুলো একদিনে করেনি, সাহেদের টর্চারসেল একদিনে গড়ে উঠেনি, সাহেদ বছরের পর বছর অপ্রিয়কর কর্মকাণ্ডে জড়িত, তখন আইন বিভাগ এগুলো দেখেনি, নিশ্চয়ই দেখেছে, তখন সাহেদ ছিলো দেশের এমপি মন্ত্রীদের খোরাকদাতা তাই তার অপকর্ম লুকিয়ে রেখেছে, দেশের শীর্ষনেতারা যদি হয়, অস্ৎ তবে কিছুই করার থাকেনা প্রশাসনের,
Total Reply(0)
Adib ১১ জুলাই, ২০২০, ১০:০৭ এএম says : 0
Hete mone hoy indiar dalal abong indiar modudpusto etodine se mone hoy india te chompot dise!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন