শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এনকাউন্টারে ৬ নাগা নিহত অরুণাচলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ১২:০২ এএম

ভারতের অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে কথিত ‘এনকাউন্টারে’ ‘ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড’র (এনএসসিএন) ছয় সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের এক জওয়ানও। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে অরুণাচল প্রদেশের খোঁসা এলাকায় এই ‘এনকাউন্টার’ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। নিহত ছয়জন এনএসসিএনের ইসাক সু ও টি মুইবাহ গ্রুপের সদস্য। মাওবাদে উদ্বুদ্ধ এই সংগঠন ভারতের অরুণাচল, নাগাল্যান্ড, মনিপুর, আসাম ও মিয়ানমারের সাগাইং অঞ্চলে সক্রিয়। নাগা জনগোষ্ঠীকে নিয়ে সার্বভৌম ‘নাগালিম’ গঠনই এই সংগঠনের মূল লক্ষ্য। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুই যুগেরও বেশি সময় ধরে নাগাল্যান্ডের জন্য পৃথক পতাকা আর স্বতন্ত্র সংবিধান দাবি করে আসছে সংগঠনটি। এ নিয়ে কেন্দ্রীয় শাসকগোষ্ঠীর সঙ্গে তাদের কয়েকবার আলোচনা হলেও পরে তা থমকে যায়। এ আলোচনা গত বছরের শেষদিকে ফের শুরু করে ভারত সরকার। সেই আলোচনার পর এনএসসিএন বলেছিল, স্বাধীনতা-সার্বভৌমত্বের দাবি তারা ছাড়লেও পৃথক পতাকার দাবি ছাড়বে না। এএনআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন