শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

আমার ছোট বোন তার ৪ জন সন্তান, এক ছেলে ও তিন মেয়ে রেখে প্রায় ৮ বছর আগে মারা যায়। মৃত্যুর পর তার সন্তানরা ছোট থাকায় ও তাদের বাবা ভরণপোষণে অক্ষম হওয়ায় আমি আমার কাছে এনে তাদের লালন পালন করছি। বড়জন ডিগ্রিতে পড়ে এবং বিবাহিত। দ্বিতীয়জন মাধ্যমিক পরিক্ষার্থী। বাকী দু’জনও লেখা পড়া করছে। এখন প্রশ্ন হচ্ছে আমার বোনের ওয়ারিশের কি হবে? তাদের সন্তানদের বা তাদের বাবাকে তা দিতে হবে কি না?

আশিক ইলাহি
ইমেইল থেকে

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ৭:৩৬ পিএম

উত্তর : আপনার বোনের ওয়ারিশ সর্বাবস্থায় দিতে হবে। আপনি যদি মামা হিসাবে কোনো বিনিময় ছাড়াই এ চার সন্তানের দায়-দায়িত্ব পালন করার ক্ষমতা রাখেন এবং খুশি মনে তা করে থাকেন, তাহলে এতে আপনি এতিম পালন, আত্মীয়তার হক আদায়সহ বহু রকমভাবে বিশাল সওয়াবের অধিকারী হবেন। আর যদি মনে করেন তাদের মায়ের, অর্থাৎ আপনার বোনের সম্পত্তি থেকে এসব করছেন, সেটাও পারেন। তবে সম্পত্তির পরিমাণ হিসাব করে আলাদাভাবে তাদের পেছনে কৃত সমস্ত ব্যয়ের সাথে সমন্বয় করতে হবে। যদি ব্যয়ের পরেও সম্পত্তি থেকে যায়, তাহলে তা তাদের বুঝিয়ে দিতে হবে। আর যদি সম্পত্তির চেয়েও আপনার ব্যয় বেশি হয়ে যায় তাহলে আর তারা সম্পত্তি পাবে না। বাড়তি খরচটুকু তাদের প্রতি ইহসান বা মামার অনুগ্রহ হিসাবে আল্লাহর নিকট গণ্য হবে। তবে মনে রাখতে হবে, সঙ্গতি থাকলে তাদের লালন-পালন ও আনুসাঙ্গিক ব্যয় নিজ থেকে করতে পারা খুব বড় সৌভাগ্যের ব্যাপার। হাদীস শরীফে স্পষ্ট বলা আছে। নবী করিম সা. বলেন, ‘আমি ও এতিমের লালন-পালনকারী জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো (নবী সা. তখন দু’টি আঙ্গুল একসাথে মিলিয়ে দেখান, এভাবে)।’ যদিও এরা পিতা বেঁচে থাকায় বাস্তব অর্থে এতিম নয়, কিন্তু দরিদ্র ও অসহায় তো বটেই। ব্যবহারিক ক্ষেত্রে এতিমও বলা চলে। অপর হাদীসে আছে, ‘যে ব্যক্তি তিনটি/দু’টি/এমনকি একটি মেয়েকে লালন-পালন, সুশিক্ষা ও উত্তম স্থানে পাত্রস্থ করবে, সে অবশ্যই জান্নাতি।’ এটি নিজের মেয়ের ক্ষেত্রে, আর যদি মেয়েগুলো অন্যের হয়, আর কেউ ইহসান করে তাদের এই সেবাটুকু করে তাহলে সে তো আরও বড় জান্নাত পাবে। যা ইনশাআল্লাহ আপনার ভাগ্যে জুটেছে। এখন আপনি ইচ্ছা করলে নিজ তহবিল থেকেও এসব করতে পারেন। প্রয়োজনে তাদের সম্পত্তি থেকেও পারেন অথবা ইনসাফের সাথে এ দু’য়ের সমন্বয়ও করতে পারেন। তাদের পিতা অর্থাৎ আপনার ভগ্নিপতির অংশটি ব্যয় করা নিয়েও আপনাকে এ আলোকেই ভাবতে হবে। সিদ্ধান্ত আপনার ওপর। 

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।

প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।

inqilabqna@gmail.com

 

Avgvi †QvU †evb Zvi 4 Rb mšÍvb, GK †Q‡j I wZb †g‡q †i‡L cÖvq 8 eQi Av‡M gviv hvq| g„Zz¨i ci Zvi mšÍvbiv †QvU _vKvq I Zv‡`i evev fiY‡cvl‡Y Aÿg nIqvq Avwg Avgvi Kv‡Q G‡b Zv‡`i jvjb cvjb KiwQ| eoRb wWwMÖ‡Z c‡o Ges weevwnZ| wØZxqRb gva¨wgK cwiÿv_©x| evKx `yÕRbI †jLv cov Ki‡Q| GLb cÖkœ n‡”Q Avgvi †ev‡bi Iqvwi‡ki wK n‡e? Zv‡`i mšÍvb‡`i ev Zv‡`i evev‡K Zv w`‡Z n‡e wK bv? 

AvwkK Bjvwn

B‡gBj †_‡K

DËi : Avcbvi †ev‡bi Iqvwik me©ve¯’vq w`‡Z n‡e| Avcwb hw` gvgv wnmv‡e †Kv‡bv wewbgq QvovB G Pvi mšÍv‡bi `vq-`vwqZ¡ cvjb Kivi ÿgZv iv‡Lb Ges Lywk g‡b Zv K‡i _v‡Kb, Zvn‡j G‡Z Avcwb GwZg cvjb, AvZ¥xqZvi nK Av`vqmn eû iKgfv‡e wekvj mIqv‡ei AwaKvix n‡eb| Avi hw` g‡b K‡ib Zv‡`i gv‡qi, A_©vr Avcbvi †ev‡bi m¤úwË †_‡K Gme Ki‡Qb, †mUvI cv‡ib| Z‡e m¤úwËi cwigvY wnmve K‡i Avjv`vfv‡e Zv‡`i †cQ‡b K…Z mg¯Í e¨‡qi mv‡_ mgš^q Ki‡Z n‡e| hw` e¨‡qi c‡iI m¤úwË †_‡K hvq, Zvn‡j Zv Zv‡`i eywS‡q w`‡Z n‡e| Avi hw` m¤úwËi †P‡qI Avcbvi e¨q †ewk n‡q hvq Zvn‡j Avi Zviv m¤úwË cv‡e bv| evowZ LiPUzKz Zv‡`i cÖwZ Bnmvb ev gvgvi AbyMÖn wnmv‡e Avjøvni wbKU MY¨ n‡e| Z‡e g‡b ivL‡Z n‡e, m½wZ _vK‡j Zv‡`i jvjb-cvjb I Avbymvw½K e¨q wbR †_‡K Ki‡Z cviv Lye eo †mŠfv‡M¨i e¨vcvi| nv`xm kix‡d ¯úó ejv Av‡Q| bex Kwig mv. e‡jb, ÔAvwg I GwZ‡gi jvjb-cvjbKvix Rvbœv‡Z Gfv‡e cvkvcvwk _vK‡ev (bex mv. ZLb `yÕwU Av½yj GKmv‡_ wgwj‡q †`Lvb, Gfv‡e)|Õ hw`I Giv wcZv †eu‡P _vKvq ev¯Íe A‡_© GwZg bq, wKš‘ `wi`ª I Amnvq †Zv e‡UB| e¨envwiK †ÿ‡Î GwZgI ejv P‡j| Aci nv`x‡m Av‡Q, Ô†h e¨w³ wZbwU/`yÕwU/GgbwK GKwU †g‡q‡K jvjb-cvjb, mywkÿv I DËg ¯’v‡b cvί’ Ki‡e, †m Aek¨B RvbœvwZ|Õ GwU wb‡Ri †g‡qi †ÿ‡Î, Avi hw` †g‡q¸‡jv A‡b¨i nq, Avi †KD Bnmvb K‡i Zv‡`i GB †mevUzKz K‡i Zvn‡j †m †Zv AviI eo RvbœvZ cv‡e| hv BbkvAvjøvn Avcbvi fv‡M¨ Ry‡U‡Q| GLb Avcwb B”Qv Ki‡j wbR Znwej †_‡KI Gme Ki‡Z cv‡ib| cÖ‡qvR‡b Zv‡`i m¤úwË †_‡KI cv‡ib A_ev Bbmv‡di mv‡_ G `yÕ‡qi mgš^qI Ki‡Z cv‡ib| Zv‡`i wcZv A_©vr Avcbvi fwMœcwZi AskwU e¨q Kiv wb‡qI Avcbv‡K G Av‡jv‡KB fve‡Z n‡e| wm×všÍ Avcbvi Ici|

DËi w`‡q‡Qb : Avjøvgv gydwZ Devq`yi ingvb Lvb b`fx

m~Î : Rv‡gDj dvZvIqv, Bmjvgx wdK&n I dvZIqv wek¦‡Kvl|

cÖkœ cvVv‡Z wb‡Pi B‡gBj e¨envi Kiæb|

inqilabqna@gmail.com

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

আমার মা খালারা চার বোন, এক ভাই। নানা নানী মারা গেছে। এখন আমার মা খালারা নানার সম্পত্তির যে অংশ পাবে তা নিয়ে আসতে চায়। কিন্তু আমার মামা এবং এক খালা বলে, মা খালারা যে সম্পত্তি পাবে তা থেকে অর্ধেক এবং কম দামী জমি আনতে এবং মামা, মামী আমাদের সাথে খুবই দুর্ব্যবহার করে। কিন্তু আমার মা এবং অন্য দুই খালারা তাতে রাজি না। এতে এক খালা এবং মামা, আমার মা এবং দুই খালাকে বার বার জোর জবরদস্তি করে। এখানে উল্লেখ্য যে, আমার এক খালা এবং মামার আর্থিক অবস্থা খুবই ভাল। তাদের ছেলে মেয়েরা আমেরিকা এবং জাপান থাকে। অন্য দিকে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় আমার এক খালা এবং মামার প্রস্তাব কুরআন এবং হাদিসের আলোকে কতটা যৌক্তিক। জানালে উপকৃত হব।

২৮ সেপ্টেম্বর, ২০২০, ৭:১৮ পিএম

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন