চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক সহকর্মীর ছুরিকাঘাতে এক ক্যান্টিন কর্মচারী খুন হয়েছেন। গতকাল (রোববার) সকালে হাসপাতালের কর্মচারী ক্যান্টিনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত মো. ফরহাদ (২২) ছিলেন ওই ক্যান্টিনের বয়। তিনি কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা নূর সালামের ছেলে। পাঁচলাইশ থানার এসআই হাসান আলী জানান, সকালে মাসুদ নামে ক্যান্টিনের এক সাবেক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে এ হত্যাকাÐ ঘটে। কিছু দিন আগে ফরহাদের মোবাইল ফোন হারিয়ে যায়। মাসুদ সেটি উদ্ধার করে দেওয়ার পর ৫০০ টাকা দাবি করে। সকালে টাকা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদ ফরহাদকে ছুরি মেরে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
ফরহাদকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন