মংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৩৩ জন।
মংলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস বলেন, বুধবার (১৫ জুলাই) আরও ৯ জন করোনা আক্রান্তের রিপোর্ট এসেছে। এর মধে্্য উপজেলার সমাজ সেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা(৩২) রয়েছেন । অন্যরা হলেন মোঃ শরিফুল(৪৫), মোঃ কুদ্দুস (৪৩), মোঃ ফজলুল (৪২), জাফর (৪৫), জামাল (৩৫), এরা মোংলা ইপিজেড এ কর্মরত আছেন এবং আবুল হোসেন(৪৭) ও লাভলী(৩৪) শিকারীর মোড়, আজমিরা (৫১) মালগাজী গ্রাম। এ পর্যন্ত মংলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে।এবং সুত্থ হয়েছে ১১ জন।
মংলা উপজেলা সমাজ সেবা অফিসার এস এম মাসুদ রানা করোনায় আক্রান্তের সত্যতা স্বীকার করে বলেন, আমার গায়ে কয়েক দিন ধরে জ্বর থাকায় আমি করোনা টেস্ট করাই। আমার ফলাফল পজেটিভ এসেছে।কিন্তু বর্তমানে আমি আগের থেকে অনেক সুস্থ আছি। জ্বরও কমে গেছে। নমুনা দেয়ার পর থেকেই আমি কোয়ারান্টাইনে আছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন