শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

ফেসবুক কিনে নিতে পারে প্রিজমা

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফেসবুকের ক্ষেত্রে একটি ধারা লক্ষ করা যাচ্ছে। আর তা হচ্ছে, কোন উদ্যোগ জনপ্রিয় হলে সেটি কিনে নিচ্ছে তারা। আর তাই গুঞ্জন উঠেছে ছবিকে শিল্পকর্মে রূপান্তর করার উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রিজমা ল্যাবকে অধিগ্রহণ করতে পারে ফেসবুক। কারণ এর আগে ফেসবুক ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে। সম্প্রতি প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটগুলো জানায়, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন প্রিজমার সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সি মসিনকভ। তবে এ বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মসিনকভ। এক সাক্ষাৎকারে মসিনকভ বলেন, প্রিজমা এমন একটি টুল নিয়ে কাজ করছে, যা ছবির পাশাপাশি ছোট ভিডিও ক্লিপেও ব্যবহার করা যাবে। গত জুন মাসে উন্মুক্ত হওয়ার পর থেকে ছবি সম্পাদনার অ্যাপ প্রিজমা ব্যাপক জনপ্রিয় হয়েছে। এখন পর্যন্ত এ অ্যাপ ব্যবহার করে সাড়ে ছয় কোটির বেশি ছবি সম্পাদনা করা হয়েছে।

য় আদনান রিয়াদ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন