দেশের বাজারে মাইক্রোল্যাব ব্র্যান্ডের স্পিকার এনেছে কম্পিউটার সোর্স। ব্লু-টুথ ও ওয়্যারলেস প্রযুক্তি সমৃদ্ধ ডি-২১ মডেলের এই স্পিকার সহজে বহন করা যাবে। এর সবচেয়ে বড় বেশিষ্ট্য হলো এটি পানি ও ধূলোরোধী।
দেখতে আকর্ষণীয় ঢোলক আকৃতির এই স্পিকার কিনতে খরচ পড়বে দুই হাজার টাকা। ইউএসবি পোর্টের মাধ্যমে এই স্পিকার রিচার্জ কার যায় এবং এই শক্তিতেই টানা চার ঘণ্টা চলে। পছন্দের গান শোনার পাশাপাশি এটি দিয়ে এফএম রেডিও শোনা যায়। ব্যবহার করা যায় ১৬ জিবি পর্যন্ত ধারণক্ষমতার মাইক্রোএসডি কার্ড।
য় শিবলু
মন্তব্য করুন