শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় একদিনে রেকর্ড ৫২ করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১১:৩৪ এএম

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় একদিনে এটাই সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৯৩ জন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম রোববার রাতে এ তথ্য জানান। তিনি জানান কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রবিবার জেলার মোট ২১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫২টি নমুনা পজিটিভ আসে। নতুন করে আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৩৬ জন, কুমারখালী উপজেলায় ১১ জন, দৌলতপুর উপজেলায় একজন ও মিরপুর উপজেলায় চারজন রোগী রয়েছে। এদিন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১৮ জন নারী। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৯৩ জনে। এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৬৮১, কুমারখালী উপজেলায় ১৭৩ জন, দৌলতপুর উপজেলায় ১৪১ জন, ভেড়ামারা উপজেলায় ৯৭ জন, মিরপুর উপজেলার ৬৫ জন ও খোকসা উপজেলায় ৩৬ জন রোগী শনাক্ত হয়েছে। আজ পর্যন্ত জেলার মোট ৮০৫৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে এখন অব্দি মারা গেছে ২৬ জন রোগী। আর সুস্থ হয়ে উঠেছেন ৬৭২ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন