মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পুলিশ হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির ছুরিকাঘাতে পুলিশের এএসআই নিহত হওয়ার মামলার প্রধান আসামি মামুন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গত রোববার দিনগত মধ্যরাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে। সে চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে। র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারি পরিচালক চন্দন দেবনাথ জানান, মামলার প্রধান আসামি মামুনকে ধরতে র‌্যাবের একটি দল রাতে চান্দপুর বাজারে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মামুনের বাহিনী গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় মামুন গুলিবিদ্ধ হন এবং তার সহযোগিরা পালিয়ে যান। আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও একটি ছোরা জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

গত শুক্রবার বিকেলে সাদা পোশাকে সদর উপজেলার চান্দপুর ব্রিজের কাছে আসামি ধরতে গিয়ে সদর থানার পুলিশের এএসআই নিহত হয়েছে। এতে আহত হয় এএসআই মনির শংকর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন