শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈশ্বরদীতে ট্রাক ও ট্যাংকলড়ীর মুখোমুখি সংঘর্ষ, প্রানে বেঁচে গেল উভয় গাড়ীর চালক ও হেলপার

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ৮:০১ পিএম

আজ (২১ জুলাই, মঙ্গলবার) বিকেলে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের নতুন হাট গোলচত্বরের নিকট দ্রুতগামী ট্রাক ও ট্যাংকলড়ীর মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই প্রচন্ড ক্ষতিগ্রস্হ হলেও কাকতালীয় ভাবে বেঁচে গেচে উভয় গাড়ীর চালক ও হেলপার। বিষয়টি প্রত্যক্ষদর্শীদের কাছে বিশ্ময়কর মনে হয়েছে।
জানাগেছে, বিকেল ৩টার দিকে ঢাকার আশুলিয়া থেকে নাভানা এলপি গ্যাসের একটি ট্যাংকলড়ী মংলা যাবার পথে উল্লেখিত স্হানে এসে কুষ্টিয়া থেকে ঢাকা গামী একটি চাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে উভয় গাড়ীই দুমড়ে মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্হ হয় কিন্তু উভয়গাড়ীর চালক ও হেলপার অক্ষত থাকে। বিষয়টি বিস্ময়কর বলে অনেকেই মন্তব্য করেছেন।
এদিকে দূর্ঘটনার পরপরই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে পাকশী হাই ওয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি উদ্ধার করলে প্রায় একঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ গাড়ী দুটি হেফাজতে নিলেও উভয় গাড়ীর চালক ও হেলপার পালিয়ে গেছে। পাকশী হাই ওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আক্তারুজ্জামান আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন