মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মালয়েশিয়ায় তিন মাসে ৫৯৫১ অবৈধ অভিবাসী গ্রেফতার

সাজা শেষে ২৭৯ জন বাংলাদেশি দেশে ফিরবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১২:০০ এএম

প্রাণঘাতী করোনা মহামারীর তিন মাসে মালয়েশিয়ায় ৫৯৫১ জন অবৈধ অভিবাসী কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ বিভিন্ন অঞ্চলে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২৭৯ জন অবৈধ বাংলাদেশি কর্মী রয়েছে। মঙ্গলবার মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ বিষয়ে একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড১৯ মহামারী প্রাদুর্ভাবরোধে গত ১৮ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) এবং রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) নিয়ন্ত্রণ আদেশে লকডাউন চলাকালীন সময়ে এসব অবৈধ অভিবাসীকে আটক করে অভিবাসন বিভাগ।
আটককৃতদের মধ্যে বাংলাদেশি ২৭৯ নাগরিক, ইন্দোনেশিয়ার ৪১১০, থাইল্যান্ডের ৬৩৭, পাকিস্তানের ৩৮০, চায়নার ৭৩, ভারতের ২৬, শ্রীলঙ্কার ১১ জন এবং বাকি ৪৪ জন বিভিন্ন দেশের নাগরিক।
দেশটির ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে ৪,৩০১টি অভিযান পরিচালনা করে। এসময় ৬৮,০৩৩ জন অভিবাসীর নথিপত্র যাচাই বাছাই করে ৫৯৫১ জনকে গ্রেফতার করা হয়। এদের নির্দিষ্ট সময়ের সাজা শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসী ও বিভিন্ন কারণে ডিটেনশন ক্যাম্পে আটক অভিবাসীদের যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাদের সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা দেয়া হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন